আদর্শ আচরণ বিধি লাগু হতেই খুলে ফেলা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রচার ব‍্যানার

27th February 2021 11:08 am বাঁকুড়া
আদর্শ আচরণ বিধি লাগু হতেই খুলে ফেলা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রচার ব‍্যানার


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষণা ও আদর্শ আচরণবিধি লাগু হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের রাস্তার দু'পাশে সমস্ত রাজনৈতিক দলের হোর্ডিং, ব্যানার, পোষ্টার, পতাকা খুলে ফেলার কাজ শুরু হলো। শনিবার সকাল থেকে পি.ডব্লু.ডি দপ্তরের তরফে এই কাজ শুরু হয়েছে।

      প্রসঙ্গত, শুক্রবার বিকেলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য বিধানসভার নির্ঘন্ট ঘোষণা করা হয়েছে। সেই হিসেবে বিষ্ণুপুর বিধানসভায় ভোট দ্বিতীয় দফায় চলতি বছরের ১ এপ্রিল। 

     হোর্ডিং, ব্যানার, পোষ্টার, পতাকা খুলে ফেলার কাজে যুক্ত ঠিকা শ্রমিক আলি উদ্দিন খান বলেন, পি.ডব্লু.ডি দপ্তরের নির্দেশেই আমরা এই কাজ করছি। কোন ব্যবসায়িক বিজ্ঞাপন নয়, শুধুমাত্র রাজনৈতিক দল গুলির হোর্ডিং, ব্যানার, পোষ্টার, পতাকা খুলে ফেলার নির্দেশ তাদের দেওয়া হয়েছে বলে তিনি জানান।

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।